Health Solution ,Health Care
হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার অথবা নার্সিং হোম পরিচালনা করার জন্য সফটওয়্যার খুঁজছেন ? আমাদের ফার্মেসির & প্রেস্ক্রিপশন ম্যানেজমেন্ট সফটওয়্যার হতে পারে আপনার প্রতিষ্ঠানের জন্য সম্পূর্ণ সমাধান।
দেশে মোট রোগীর তুলনায় ডাক্তারের সংখ্যা অনেক কম। তাই ডাক্তাররা অনেক কম সময়ে বেশি রোগী দেখেন। সময়ের স্বল্পতা আর রোগীদের ভিরের কারণে ডাক্তাররা খুব দ্রুত প্রেস্ক্রিপশন লেখেন, এতো দ্রুত সময়ে লেখার কারণে তাদের হাতের লেখা সকলের পাঠ করা সম্ভব হয় না এমনকি ফার্মেসি গুলোও তাদের হাতের লেখা বুঝেন না। এর দরুন অনেক সময় ফার্মেসি থেকে ভুল পড়ে ভুল ওষুধ প্রধান করা হয়ে থাকে। প্রেস্ক্রিপশনের এই ভুলের কারণে বছরে প্রায় হাজার খানেক রোগী অকালে প্রাণ হারায়। জনস্বার্থের কথা বিবেচনা করে সম্প্রতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ একটি নির্দেশনা দেন। সে নির্দেশনায় তারা বলেন- ‘ডাক্তারদের কে বড় হরফে প্রেস্ক্রিপশনে লিখতে হবে অথবা সফ্টওয়্যার ব্যবহার করে প্রেস্ক্রিপশন লিখতে হবে।’
তাই আমরা তৈরি করেছি ডাক্তার, রোগী ও ফার্মেসির জন্য প্রেস্ক্রিপশন ম্যানেজমেন্ট সফটওয়্যার । আর এই সফটওয়্যারটি ব্যবহারের জন্য প্রয়োজন একটি অ্যাকাউন্ট, একটি কম্পিউটার অথবা ল্যাপটপ এবং একটি প্রিন্টার। এই সফ্টওয়্যারটিতে বাংলাদেশের সব মেডিসিনের নাম পূর্ব থেকেই সংরক্ষিত রাখা হবে। সবধরনের সুযোগ সুবিধা থাকার কারণে ডাক্তারদের কষ্ট করে মেডিসিনের নাম মনে রাখতে বা খুজতে হবে না। শুধু ওষুদের নামের আদ্যাক্ষর লেখলেই ঐ নামের ওষুধ গুলোর তালিকা চলে আসবে। ডাক্তারের কাজ হবে শুধু নামটির উপর ক্লিক করে সিলেক্ট করা। এই প্রেস্ক্রিপশন রোগীর সকল তথ্যসহ সংরক্ষিত থেকে যাবে। যা প্রয়োজনে ডাক্তার পরবর্তীতে দেখতে এবং ব্যবহার করতে পারবেন। তথ্য সংগ্রহের এই বিষয়টি যেমন ডাক্তারের উপকারে আসবে তেমনি রোগীদেরও অনেক উপকারে আসবে। ডাক্তারের দেওয়া ব্যবস্থাপত্র হারিয়ে গেলেও আর সমস্যা হবে না। ডাক্তারের সঙ্গে যোগাযোগ করলেই আবার সংগ্রহ করতে পারবে আগের সেই ব্যবস্থাপত্র।
বিশ্বের যে কোন প্রান্ত থেকে আমাদের সকল সফটওয়্যার মোবাইল ফোন, ট্যাব, অ্যান্ড্রয়ডে সেট বা ল্যাপটপে ব্যবহার করা যায়। সফটওয়্যার টি পেতে কল করুন : 01973 900 933
বিস্তারিত তথ্য বা ডেমো দেখার জন্য ফোন করুন :
Software Buy Sell
Phone : 01712 007 676
Facebook page :
https://www.facebook.com/softwarebuysell/
Website : http://softwarebuysell.com/
Email : sales@softwarebuysell.com
No comments