Creat school management software low cost
বর্তমান সরকার প্রতিটা স্কুল/ শিক্ষা প্রতিষ্ঠানে সফটওয়্যার ব্যাবহার বাধ্যতামূলক করেছে । যার ফলে শিক্ষা ব্যবস্থাপনা বা পরিচালনা করা যেমন হয়েছে সহজ ঠিক তেমনি হয়ে যাবেন নির্ভুল ।তথ্য প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের শিক্ষা ব্যবস্তাপনার পরিচালনার নিয়মকে।
শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক—এই তিনটি পক্ষের মধ্যকার সহজ যোগাযোগ ও কার্যক্রম সমন্বয় ব্যবস্থাপনা করা যায় এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেমে (ইএমএস)। স্কুল/কলেজ/ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম নামেও এটি পরিচিত। দেশে তৈরি ইএমএস সফটওয়্যার শিক্ষার্থীর পূর্ণাঙ্গ তথ্য ও হালনাগাদকৃত একাডেমিক তথ্য—যেমন : উপস্থিতি, পরীক্ষার ফল, ফি, শ্রেণিভেদে জরুরি নোটিশ ইত্যাদি সহজেই ব্যবস্থাপনা করা যায় এ ধরনের সফটওয়্যারে। শিক্ষার্থীর ই-মেইল বা মোবাইলে জরুরি বার্তাও পাঠানো যায়। অভিভাবকরা ঘরে বসেই জেনে যেতে পারবে তাদের সন্তানদের স্কুল এ উপস্থিতির সময়। কোন শিক্ষার্থীর বেতন বকেয়া, শিক্ষার্থীদের স্কুল পরীক্ষার ফলাফল পরিসংখ্যানসহ সংশ্লিষ্ট যেকোনো তথ্যের জন্য নথি বা কাগজপত্র ঘাঁটাঘাঁটির দরকার নেই, শুধু কয়েকটি ক্লিকই যথেষ্ট। প্রাপ্ত নম্বর ইনপুট করলে স্বয়ংক্রিয়ভাবে গ্রেডিং সিস্টেমে রূপান্তর হবে, সবচেয়ে ভালো ফল কে করেছে, কারা কারা পরীক্ষায় খারাপ করেছে, সবই জানা যাবে সহজে। টাইম অ্যাটেন্ডেনস ডিভাইসের সঙ্গেও এ সফটওয়্যার সংযোগ করা যাবে। ফলে সহজে উপস্থিতি কাউন্ট করা যাবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীর ফিঙ্গার প্রিন্ট বা স্মার্ট কার্ড দরকার হবে।
বিশ্বের যে কোন প্রান্ত থেকে আমাদের সকল সফটওয়্যার মোবাইল ফোন, ট্যাব, অ্যান্ড্রয়ডে সেট বা ল্যাপটপে ব্যবহার করা যায়। সফটওয়্যার টি পেতে কল করুন : ০১৯৭৩ ৯০০ ৯৩৩
বিস্তারিত তথ্যে বা ডেমো দেখার জন্য ফোন করুন :
Software Buy Sell
Phone : 01712 007 676
Facebook page :
https://www.facebook.com/softwarebuysell/
Email:softwarebuysell.01@gmail.com
Website : http://softwarebuysell.com/
No comments