Software Buy Sell

Best Domain Hosting Provider Company



ডোমেইন কিনবেন ভাবছেন?
জেনে নিন ডোমেইন সম্পর্কে কিছু তথ্য। 
ডোমেইন কি?
ডোমেইন ইংরেজি শব্দ যার বাংলা অর্থ স্থান। আপনি যদি একটি ওয়েবসাইট খুলতে চান তাহলে অবশ্যই আপনার একটি ডোমেইন নেম নিতে হবে। ডোমেইন হচ্ছে আপনার অফিসের একটি ভার্চুয়াল ঠিকানা। যেখানে সারা দুনিয়া থেকে লোক এসে আপনার এই ঠিকানা দিয়ে আপনার ওয়েবসাইটে ঢুকবে। এই ডোমেইন নেমই আপনার ওয়েবসাইটকে অনন্যভাবে আইডেন্টিফাই করবে । বিশ্বের সবাই ওয়েবসাইটটিকে চিনবে এবং একসেস করবে এ নাম ব্যবহার করে । ডোমেইন নেম হচ্ছে কোন কোম্পানীর একটি নাম। এখানে একটা বিশেষ ব্যপার লক্ষ করবেন যে আপনি চাইলেও একটা ডোমেইন নেম আরেকটা নেম এর মত করে নিতে পারবেন না। ডোমেইন নেমটা সব সময়ই থাকে ইউনিক।

ডোমেইন নেম পছন্দ করা
ওয়েব সাইট করার আগে প্রথমেই চিন্তা করতে হবে আপনার একটি ডোমেইন নেম নিয়ে। আপনি বাংলা নাম ও রাখতে পারেন তবে অবশ্যই সেটি যাতে সহজেই উচ্চারণযোগ্য হয়। যত ছোট আকারে রাখা যাবে ততই মানুষের কাছে ছড়ানো সহজ হবে। নাম পছন্দ হলে সেই নামে ডোমেইন খালি আছে কিনা চেক করতে হবে। আপনার ডোমেইন যদি খালি না পাওয়া যায় তাহলে এর সাথে কিছু মিলিয়ে খুঁজে দেখতে পারেন। অনলাইনে বেশকিছু ওয়েবসাইট আছে যা আপনাকে ডোমেইন নেম খুঁজে বের করতে সহযোগিতা করবে। এরমধ্যেwww.whois.com অথবা www.uttarahost.com এ ও আপনি চেক করতে পারেন আপনার পছন্দের ডোমেইন নেম। এখান থেকে আপনি চাইলে যে কোন ডোমেইন রেজিস্ট্রেশন করতে পারেন।
.com.bd রেজিস্ট্রেশন করবেন?
বাংলাদেশী ডোমেইন .com.bd রেজিস্ট্রেশন করে সরকারী মালিকানাধীন বাংলাদেশ টেলিফোন কোম্পানী লিমিটেড।আপনার পছন্দের ডোমেইন নেম খালি আছে কিনা চেক করতে পারবেন .com.bd, .net.bd, .org.bd, edu.bd, ac.bd, gov.bd এই এক্সটেনশনগুলোর রেজিস্ট্রেশন করে বিটিসিএল। প্রতি ২ বছর রেজিস্ট্রেশন ২০০০ টাকার মত এবং রিনিউ ফি ও একই লাগে। তবে এই ডোমেইন রেজিস্ট্রেশন করার জন্য কিছু ডকুমেন্ট লাগে। যেগুলো হলঃ

• যার নামে রেজিস্ট্রেশন হচ্ছে তার ন্যাশনাল আইডি/পাসপোর্ট স্ক্যান কপি।
• যার নামে রেজিস্ট্রেশন হচ্ছে তার সিগনেচার।
• .edu/ .ac রেজিস্ট্রেশানের জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রত্যয়নপত্র।
• .gov, .mil, .tv এর জন্য সংশ্লিষ্ঠ অথরিটির ডকুমেন্ট/আদেশনামা/অনুমতিপত্র।
• .org এর জন্য সংশ্লিষ্ঠ মন্ত্রনালয়ের ডকুমেন্ট/আদেশনামা/অনুমতিপত্র।
তবে যেকোন ধরনের সমস্যা হলে বিটিসিএল আপনার ডোমেইন রেজিস্ট্রেশন বাতিলের ক্ষমতা রাখে।
আরো কোন তথ্যের প্রয়োজন হয়ে আপনি চাইলে আমাদের সাখে যোগযোগ করতে পারেন।
হটলাইন : ০১৯৭৩ ৯০০ ৯৪৪

No comments

Theme images by Petrovich9. Powered by Blogger.